ডোমারে ৭ মার্চ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী


রতন কুমার রায়, স্টাফ রিপোর্টারঃ
 

১৯৭১ সালের ৭মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে এক বিশাল জনসমূদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো। দিবসটি উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ ভবন আলোকসজ্জায় সজ্জিতসহ বিভিন্ন কর্মসূচী দিয়েছেন  উপজেলা প্রশাসন।

৭ মার্চ রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে পরিষদ হলরুমে আলোচনা সভা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ।

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,উপজেলা আওয়ামীগের সভাপতি খায়রুল আলম বাবুল, ওসি মোস্তাফিজার রহমান,মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, জেলা পরিষদ সদস্য মেহেরুন আক্তার পলিন, নেসকো’র নির্বাহী প্রকৌশলী সহিদুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র ছাত্রী,  সংবাদকর্মী, সাধারণ জনতাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ