সৈয়দপুরে বন্যপ্রাণী অপরাধ দমন ও সংরক্ষণে স্বেচ্ছাসেবী সংস্থার ভূমিকা ও করণীয় শীর্ষক আলোচনা সভা


মিজানুর রহমান মিলন সৈয়দপুরঃ

নীলফামারীর সৈয়দপুরে বন্যপ্রাণী অপরাধ দমন ও সংরক্ষণে স্বেচ্ছাসেবী সংস্থার ভূমিকা ও করণীয় শীর্ষক  আলোচনা সভা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের আয়োজনে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সহযোগিতায় ওই সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের  সংরক্ষিত  আসনের নারী সংসদ সদস্য রাবেয়া আলিম।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য বলেন বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস, সামাজিক বন বিভাগ রংপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায়,বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ওয়াইল্ড লাইফ ফরেনসিক ল্যাবের উর্ধ্বতন ল্যাব টেকনিশিয়ান কনক রায়, সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ মমতা সাহা, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু, সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি বীথি ইসলাম, সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী প্রমুখ।

 সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সহ-সভাপতি খুরশীদ জামান কাকনের সঞ্চালনায় এ সভাটিতে বিভিন্ন   উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছাড়াও নানা পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ