কিশোরগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে লক্ষাধিক টাকা চুরি,ব্যবসায়ীর মাথায় হাত


খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ
 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের জুয়েল মার্কেটের একটি দোকানের সার্টারের তালা কেটে লক্ষাধিক টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যবসা প্রতিষ্ঠান থেকে দিনে দুপুরে লক্ষাধিক টাকা ও মালামাল হারিয়ে ফেলে ব্যবসায়ীর মাথায় হাত পড়েছে।

জানা গেছে, শুক্রবার জুম’আর আজানের পর জুয়েল মার্কেটের আরাফাত ফার্মেসীর ইউনিট-২ মালিক আইনুল ইসলাম (২৮) তার ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে নামাজ পড়তে যায়। নামাজ শেষে বাড়ী ফেরার পথে জানতে পায় তার চুরি হয়। সে এসে দেখতে পায় দোকানের সার্টারের তালা কেটে দোকানে প্রবেশ করে বিকাশ,নগদ ও ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের টাকাসহ মূল্যবান ওষুধ,সীম কার্ড চুরি করে নিয়ে যায়। 

এতে লক্ষাধিক টাকা চুরি হয়েছে বলে জানা গেছে মার্কেটের আশে পাশের লোকজনকে জিজ্ঞেস করার পর কোন তথ্য না পেয়ে কিশোরগঞ্জ থানায় শুক্রবার রাতেই কিশোরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন মোঃ আইনুল ইসলাম। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান,এ পর্যন্ত কোন অভিযোগ আমি পাইনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ