ওবাইদুল ইসলাম, গাইবান্ধাঃ
গাইবান্ধায় ই-ট্রাফিক প্রসিকিউশন এ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে গাইবান্ধায় জেলা ট্রাফিক বক্স চত্ত্বরে জেলা পুলিশ এর আয়োজনে ই-ট্রাফিক প্রসিকিউশন এ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেমের উদ্বোধন উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচাজ। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাহাদ গাওহারী, ট্রাফিক পুলিশের অফিসার ইনচাজ নুর হোসেন, সদর থানার অফিসার ইনচাজ মাহফুজুর রহমানসহ ট্রাফিক পুলিশের সদস্যবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, আমাদের উদ্দেশ্য জরিমানা নয়, ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর মাধ্যমে শহরের শৃঙ্খলা রক্ষা করা। গ্রাহকদের সকল আইনী জটিলতা দুর করে ট্রাফিক সেবার মানকে আধুনিক করতে আমাদের এই কাযক্রম।তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।
তিনি দায়িত্বরত সকল ট্রাফিক পুলিশকে বলেন, কোনভাবে গ্রাহকরা যেন হয়রানীর স্বীকার না হোন। কোন নিয়ম বহিভুত কাজ না করার নিদেশও দেন তিনি।
0 মন্তব্যসমূহ