নয়ন দাস, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামে আজ ১লা মার্চ, সারাদেশে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের ন্যায় কর্তব্যরত অবস্থায় মৃত্যু বরনকারী পুলিশ সদস্যদের শ্রদ্ধা জানাতে কুড়িগ্রাম পুলিশ লাইন্সে পালিত হলো "পুলিশ মেমোরিয়াল ডে-২০২১"। মেমোরিয়াল ডে তে কুড়িগ্রাম জেলার স্থানী বাসিন্দা ২৭ জন কর্তব্যরত অবস্থায় মৃত্যু বরনকারী পুলিশ সদস্যের পরিবার কে সাথে নিয়ে মৃত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার কুড়িগ্রাম জনাব, সৈয়দা জান্নাত আরা।
এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল সশস্ত্র শ্রদ্ধা জানান সাথে বাজে বিউগলের করুন ধ্বনি এবং উপস্থিত সকলে এক মিনিট নিরবতা পালন করেন। এরপর জেলার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদবীর পুলিশ সদস্য বৃন্দ ও উপস্থিত পরিবারের সদস্য সহ মৃত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ লাইন্স ফোর্সেস মেসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মৃত্যু বরনকারী সদস্যদের স্মৃতিচারণা করেন পরিবারের সদস্য গন। এ সময় উপস্থিত পরিবারের উদ্দেশ্যে বক্তব্যে মৃত পুলিশ সদস্যের বিপদে পাশে থাকার ঘোষণা দেন জেলা পুলিশের কর্নধার, পুলিশ সুপার কুড়িগ্রাম,জনাব,সৈয়দা জান্নাত আরা। আলোচনা সভা শেষে উপস্থিত সকল পরিবারের সদস্যের হাতে উপহার তুলে দেন তিনি এবং জেলা পুলিশ আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন সকলে।
0 মন্তব্যসমূহ