বীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে পাইপসহ ড্রেজার মেশিন ধ্বংস


মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
 

দিনাজপুরের বীরগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাইপসহ ১টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। বুধবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদের উপজেলার নিজপাড়া ইউনিয়নের ঢেপা নদীর উপর নির্মানাধীন দোমুখা ব্রিজ সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন কাজের পাইপসহ ১টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করেছেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের জানান, সরকারের নীতিমালা ভঙ্গ করে অবৈধ উপায়ে ঢেপা নদী থেকে গর্ত করে বালু উত্তোলনের বিষয়টি নজরে আসলে বালু উত্তোলনের জন্য উপকরণ পাইপ সহ ড্রেজার মেশিনে আগুন ধরিয়ে ধ্বংস করা হয়েছে। পরিবেশ, নালা ও নদীর তীর রক্ষায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ