মিজানুর রহমান মিলন সৈয়দপুরঃ
নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় শ্মশান কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। শহরের কুন্দল এলাকায় শ্মশান প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ। আলোচনা সভায় কেন্দ্রীয় শ্মশানে বিভিন্ন সমস্যা নিয়ে সৈয়দপুরে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেনী পেশার মানুষজনের মতামত গ্রহণ করা হয়।
পরে সকলের সম্মতিতে ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় শ্মশানের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজুকে আহবায়ক করে ৯ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, শিল্পপতি সুশীল কুমার দাস, বিশিষ্ট ব্যবসায়ী সুব্রত কুমার রুদ্র, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, কেন্দ্রীয় শ্মশান কমিটি সাবেক নেতৃবৃন্দের মধ্যে বরেন্দ্র কিশোর রায়, কিশোর কুমার, বিকাশ চন্দ্র পোদ্দার ও প্রদীপ জওশয়াল।
উক্ত আলোচনা সভায় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক গোপাল চন্দ্র রায়,যুগ্ন-সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস মিন্টু, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা (নিক্কি), সংগঠনটির অন্যতম সদস্য সাংবাদিক নিজু আগরওয়ালা, বিশিষ্ট ব্যবসায়ী রতন কুমার সরকার ও রঞ্জন কুমার সরকার এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য কার্তিক চন্দ্র রায়সহ শহরের সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ