ঠাকুরগাঁওয়ে নারী দিবস উপলক্ষে কিশোরী সাইকেল র‌্যালি


মেহেদী হাসান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
 

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এমকেপির আয়োজনে কিশোরীদের অংশগ্রহনে সাইকেল র‌্যালি করা হয় সোমবার ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ২৪টি ইউনিয়নে এ সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। 

“করোনকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এই শ্লোগানকে সামনে রেখে নেটজ-বাংলাদেশ এর সহযোগিতায় মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র আয়োজনে র‌্যালীতে প্রায় সহসাধ্রিক কিশোরী অংশগ্রহন করে। র‌্যালি বিভিন্ন বিদ্যালয় এবং ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। 

র‌্যালী শুরুর পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক, সিএসও সদস্য ও ছাত্র-ছাত্রীরা বক্তব্য রাখেন। তাঁরা তাদের আলোচনায় বলেন, নারীর অগ্রগতি ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। করোনার মত যে কোন সংকট মোকাবেলায় নারী-পুরুষ ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাই সমাজে নারী নেতৃত্ব তৈরী হতে হবে। তাঁরা বলেন সাইকেল র‌্যালীর মত আয়োজন কিশোরীদের আত্মবিশ্বাস ও মনবোল তৈরীতে সহায়ক হবে। এর ফলে কিশোরীদের মধ্যে এখনই নেতৃত্বের বীজ বোপন হবে। তাঁরা এই আয়োজনের জন্য মানব কল্যাণ পরিষদ এবং নেটজ-বাংলাদেশকে ধন্যবাদ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ