মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ
মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে দীর্ঘ প্রায় দুই মাস পর আনুমানিক ৫৯ হাজার টার মূল্যের ২টি হারানো মোবাইল উদ্ধার করে মালিককে হস্তান্তর করলেন বীরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে মোবাইলের মালিক শাকিল হোসেনের নিকট উদ্ধার হওয়া এ মোবাইল হস্তান্তর করা হয়।
থানা সূত্রে জানা যায় , গত ৬ই জানুয়ারী ২০২১ইং উপজেলার সুজালপুর ইউনিয়নের পূর্ব চাকাই গ্রামের মানিক হোসেনের ছেলে শাকিল হোসেন বাড়ি হতে বীরগঞ্জ বাজারে যাওয়ার পথে তাঁর ব্যবহৃত শাওমি এ১ ও রিয়েলমি সি১১ মোবাইল ২টি হারিয়ে ফেলে। পরে অনেক খোঁজাখুঁজি ও মোবাইলে রিং দেওয়ার পরও মোবাইলটি ফেরত না পেয়ে বীরগঞ্জ থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেন।
ওই সাধারণ ডায়েরি মোতাবেক হারানো মোবাইলটির আইএমইআই নম্বরটি ট্রাকিং করে সোমবার রাতে বীরগঞ্জ থানা পুলিশ পৌরশহরের থানা মার্কেটের মোবাইল সার্ভিস দোকানের জনৈক সাজুর কাছ থেকে মোবাইল দুইটি উদ্ধার করে। পরে মোবাইলের মালিক শাকিল হোসেনের নিকট হস্তান্তর করেন বীরগঞ্জ থানার এস আই স্বপন পাল ও এএসআই সুধান। এসময় বীরগঞ্জ একচেঞ্জ ব্লার্ড ব্যাংকের সভাপতি সোহাগ ইসলাম উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ