মো. কামরুল ইসলাম কামু, পঞ্চগড় প্রতিনিধিঃ
বৈর্শ্বিক মহামারি করোনা প্রতিরোধে টিকা নিতে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে পঞ্চগড় জেলা পুলিশ হাসপাতালে জেলা পুলিশ পঞ্চগড় সহ নিবন্ধনকারী জনসাধরনের মাঝে ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।
পঞ্চগড় পুলিশ হাসপাতালে সোমবার থেকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। সম্মুখ সারির যোদ্ধা হিসেবে পঞ্চগড় জেলা পুলিশ হাসপাতালে কোভিড-১৯ প্রতিরোধে জেলা পুলিশ পঞ্চগড়সহ নিবন্ধনকারী জনসাধরনের মাঝে ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।
অনুষ্ঠানে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম সফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুর্দশন কুমার রায়সহ জেলা পুলিশ পঞ্চগড়ের ১৫৫ জন বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য। এ সময় সদর হাসপাতালের আরএমও সিরাজুদ্দৌলা পলিন উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ