মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধিঃ
বীরগঞ্জে কৃষিতে যোগ হল চারা রোপন যন্ত্র। হালচাষসহ ধান কাটামাড়াই যন্ত্রের সাথে কম -বেশি সকল কৃষকের একটা পরিচিতি রয়েছে। তবে চারা রোপন যন্ত্রের (রাইস ট্রান্সপ্লান্টার) ব্যবহার সম্পর্কে তেমন ধারণা নেই অনেকেরই। দিনমজুরের সংকট মোকাবেলা এবং চাহিদা মেটাতে ধানের চারা রোপনে কৃষিতে যোগহলো চারা রোপনের এই যন্ত্র।
অল্প সময়ে অধিক জমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চারা রোপন এবং কম খরচে ভাল ফলনের আশায় এই যন্ত্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ২ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২০-২০২১ অর্থ বছরে রবি মৌসুমে শীতলাই গ্রামের ২৫ জন কৃষকের প্রায় ৫০ একর জমিতে ব্লক প্রদর্শন স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদের নিমিত্তে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উদ্বোধনী সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ তৌহিদুল ইকবাল, জেলা কৃষি প্রকৌশলী আবু সামস্ মো: বদরুদ্দোজা, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম নবী দুলাল।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবু রেজা মোঃ আসাদুরজ্জামান ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কমল কৃষ্ণ রায়। এসময় ডিটিও এস এম আবুবক্কর সাইফুল ইসলাম, উপজেলা ক্রপের মো: শামিম, সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়,স্থানীয় উপকারভোগী কৃষক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
0 মন্তব্যসমূহ