ডিমলায় শীতার্তদের মাঝে শীতের কম্বল বিতরণ


জাহাঙ্গীর রেজা, স্টাফ রিপোর্টারঃ
 

উত্তর বঙ্গের হিমালয়ের পাদদেশে অবস্থিত তিস্তা নদীর অববাহিকায় উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকার তিস্তা নদীর আশপাশে হাজারো পরিবারের বসবাস। সন্ধ্যার পর নদীর ঠান্ডায় নদীর পাড়ের মানুষ জন হয়ে পড়ে কাবু। হুহু করে বৈইতে থাকে বাতাস। ঘরের ভেতর থাকাও হয়ে পড়ে কষ্টকর। 

কনকনে শীতে বিপর্যস্ত শীতার্ত হতদরিদ্র সহায় সম্বলহীন দুস্ত পরিবার পরে যায় বিপাকে তাই নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী, খালিশা চাপানী, ও টেপাখড়িবাড়ী ইউনিয়নের তিস্তা নদী পাড়ের চারশত পরিবারের মাঝে শীতের কম্বল প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারী-২১) বিকালে এইচ বি সি হাই পাওয়ার লিমিটেড'র উদ্যোগে ও সহযোগিতায় উপজেলার তিস্তা ডিগ্রী কলেজ চত্ত্বরে ঐ সব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর এইচ বি সি হাই পাওয়ার লিমিটেড হাজী মোঃ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়, উপজেলা সহকারী কমিশনার ভূমি (অঃদা) মনোয়ার হোসেন। 

এছাড়াও অন্যান্যদের মধ্যে সমাজসেবক আজিজুর রহমান আনন্দ, প্রধান গ্রুপের চেয়ারম্যান হাজী মিজান প্রধান, ব্যবসায়ী মোঃ ইয়াসিন আরাফাত অনন্ত, এইচ বি সি হাই পাওয়ার লিমিটেডের কিং ব্যাটারী পরিচালক মোঃ ফাহিম আহম্মেদ, ৭নং খালিশা চাপানী ইউ.পি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সরকার, টেপা খড়িবাড়ী ইউ.পি চেয়ারম্যান মোঃ মইনুল হক, খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন সহ স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ