ডোমারে করোনা’র টিকা গ্রহনে মানুষের আগ্রহ বাড়ছে


রতন কুমার রায়, স্টাফ রিপোর্টার:
 

নীলফামারীর ডোমারে করোনা প্রতিষেধক টিকাদান কার্যক্রমে টিকাদান কেন্দ্রে টিকা গ্রহনের পর কোন পার্শ্ব প্রতিক্রিয়া না হওয়ায় মানুষের মধ্যে দিনদিন টিকা গ্রহনের আগ্রহ রাড়ছে। বৃহষ্পতিবার (১১ ফ্রেবুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্রে দেখা যায়, টিকা নিতে আগ্রহী নিবন্ধিত মানুষের উপচেপরা ভীর। সেবাদানকারী স্বাস্থ্য কর্মীরা ভীর সামলাতে হিমসিম খাচ্ছে। 

টিকা নিতে আগ্রহী নিবন্ধিত ডোমার মহিলা কলেজের অধ্যক্ষ শাহীনুল ইসলাম বাবু, প্রেসক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলী জানান, ১ম হতে ৪র্থ দিন পর্যন্ত টিকা গ্রহনকারীদের  কোন স্বাস্থ্য সমস্যা হয়নি, তাই অনেকে টিকা নিতে এসেছে। আমরাও টিকা নিতে এসেছি। তারা আরো জানান ডোমার স্বাস্থ্য বিভাগের প্রচার প্রচারনা, টিকা গ্রহনকারী ব্যক্তিদের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারণায় অন্যান্যদের টিকা গ্রহনে উৎসাহিত করেছে। তাই এখন অনেকে টিকা গ্রহনে আগ্রহ দেখাচ্ছে।

ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহীম জানান, প্রথম ধাপের ১ম দিনে ৩০জন, ২য় দিনে ৭০ জন, ৩য় দিনে ৮০ জন, ৪র্থ দিনে ২৭০জন ও ৫ম দিনে এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ শত ৯২ জন টিকা গ্রহন করেছে( বেলা ২ পর্যন্ত) টিকাদান চলমান আছে। টিকা গ্রহনকারীদের মধ্যে এখন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। উল্লেখ্য উপজেলা স্বাস্থ্য বিভাগে প্রথম ধাপে ৮ হাজার একশত ষাট ডোজ ভ্যাকসিন পৌঁছেছে। চলতি মাসে নিবন্ধিত ৪ হাজার ৮০জনকে এবং অবশিষ্ট ভ্যাকসিন ২য় ডোজে  দেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ