নদীতে বাঁধ দিয়ে বালু উত্তোলন’ পঞ্চগড়ে এক ব্যবসায়ীর জরিমানা


মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড় প্রতিনিধিঃ
 

পঞ্চগড়ের বোদা উপজেলায় নদীর গতিপথ বন্ধ করে বাঁধ নির্মান করে বালু উত্তোলন করার অপরাধে  সেলিম নামে এক বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতে। সাথে ভ্রাম্যমান আদালত এসময় অবৈধ ওই বাঁধটি ভেঙ্গে ফেলে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বেংহারী ইউনিয়নের কাটনহারী টেকরাপাড়া এলাকায় বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান ওই এলাকার করোতায়া নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এই জরিমানা করেন ।

ভ্রাম্যমান আদালতে সূত্রে জানা যায়, বোদা উপজেলার কাটনহারী টেকরাপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে সেলিম করতােয়া নদীতে অবৈধ ভাবে বাঁধ নির্মান করে নদীর গতিপথ বন্ধ করে নদী থেকে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিল । পরে বিষয়টি জেনে ওই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) আমানউল্লাহ সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ