বিষ প্রয়োগে পঞ্চগড়ের ক্ষেতের ফসল বিনষ্ট


মো. কামরুল ইসলাম কামু পঞ্চগড় প্রতিনিধিঃ
  
জমি সংক্রান্ত বিরোধের জেরে পঞ্চগড়ে সরষে ক্ষেতে বিষ প্রয়োগে ফলসল বিনষ্টের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, তেতুঁলিয়া উপজেলার মাঝবাড়ি মৌজার আমতাগছ এলাকায়। জানা যায় ‘ সুলতান আলী ও রুহুল আমিন গং এর  ২ একর ২২ শতক বিরোধীয় জমি নিয়ে প্রতিবেশীর সাথে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলে আসছে। সম্প্রতি ওই জমির মধ্যে ৬০ শতক জমির সরষে ক্ষেতে রাতের আাঁধারে বিষ প্রয়োগ করে প্রতিপক্ষরা  সরষে গাছ ইতোমধ্যে  মরে যেতে শুরু করেছে। 

এতে দিশেহারা হয়ে পরেছেন ভুক্তভোগী কৃষক পরিবার। এ বিষয়ে তারা তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন’ দেবনগর ইউনিয়নের আতমাগছ গ্রামের মৃত  আব্দুল সামাদের ছেলে সুলতান আলী গংএর বিরোধীয় জমিতে লাগানো সরষে ক্ষেতে  আগাছানাশক ছিটিয়ে সম্পূর্ন ক্ষেত ধ্বংস করে দেয়।

অভিযোগে সূত্রে জানা গেছে, কবলা খরিদা এই কৃষক সুলতান আলী গংরা  ৬২ বছর  ধরে চাষাবাদ করে আসছিলেন। ওই জমির মধ্যে ৪ একর ২১ ডি. জমিতে এবার তারা সরিষা চাষ করেছেন। গত ১ ফেব্রুয়ারি রাতে তাদের সরষে ক্ষেতে আগাছানাশক ছিটিয়ে দেয় দুর্বৃত্তরা। পুরো সরষে ক্ষেত আগাছানাশকে ঝলসে গেছে। ধীরে ধীরে  মরে যাচ্ছে গাছগুলো। এতে ওই কৃষক পরিবার প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। 

এ ব্যাপারে  তেতুঁলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান  কাজী মাহমুদুর রহমান ডাবলু বলেন, অভিযোগ  পেয়েছি দুদিন হয়‘ একটু সময় লাগবে। দেখি কি করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ