গাইবান্ধা গোবিন্দগঞ্জ পৌরসভা চত্বরে বঙ্গবন্ধু’র ভাষ্কর্য “অরিত্র”র উন্মোচন


ওবাইদুল ইসলাম, গাইবান্ধাঃ
 

মুজিব শতবর্ষ উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমানের উদ্যোগে পৌরসভা চত্বরে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু’র ভাষ্কর্য “অরিত্র”। বুধবার দুপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য অরিত্র’র আনুষ্ঠানিক উন্মোচন করেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সরকার। এর আগে ঢাকা থেকে মোবাইল ফোনে শুভেচ্ছা বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ আসনের এমপি প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। 

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষিবিদ আব্দুল্যাহ আল হাসান চৌধুরী লিটন, পৌরসভার সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম ডাকুয়া, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুল হাসান ফাইয়ান, পৌরসভার প্যানেল মেয়র মাসুদ রানা বাপ্পী,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ আলী প্রমুখ। 

পৌরসভায় বঙ্গবন্ধুর ভাস্কর্য “অরিত্র স্থাপন নিয়ে মেয়র আতাউর রহমান সরকার বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যেই এটি স্থাপন করা হয়েছে। এ সময় গোবিন্দগঞ্জ পৌর পরিষদের সদস্য,কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ