ওবাইদুল ইসলাম, গাইবান্ধাঃ
গাইবান্ধায় কৃষিকে আধুনিকায়ন করতে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রুপভুক্ত কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এসব কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সদস্য হুইপ মাহাবুব আরা বেগম গিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মাসুদুর রহমান, রংপুর বিভাগ কৃষি ও পল্লি উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপনা সার্বিক ইউনিটের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ আবু ফাত্তাহ মো. রওশন কবীর। কৃষি যন্ত্রপাতি বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসাপর আবদুল রাফিউল আলম।
অনুষ্ঠানটির আয়োজন করেন উপজেলা কৃষি অফিস। এসময় সদরের ১২০ টি গ্রুপের ৩হাজাার ৬শ জন কৃষকের মাঝে ৮৫টি পাওয়ার ফ্রেশার, ২০টি পাওয়ার স্প্রেয়ার , ২০টি হ্যান্ড স্প্রেয়ার, ২০টি উইডার, ২টি উইনোয়ার কৃষিযন্ত্রাদি বিতরন করা হয়।
0 মন্তব্যসমূহ