নীলফামারী সৈয়দপুরের প্রথম নারী মেয়র রাফিকা জাহান বেবী


রংপুর ব্যুরো অফিসঃ

নীলফামারী সৈয়দপুর পৌরসভায় প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের রাফিকা জাহান বেবী। আজ রবিবার (২৮ ফেব্রুয়ারী/২০২১) ভোট গ্রহণ শেষে বেসরকারি ভাবে ঘোষিত ফলাফলে তিনি মেয়র নির্বাচিত হন। রাফিকা আকতার জাহান বেবি নৌকা প্রতিকে ভোট পান ২৮ হাজার ২৭৮। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন ধানের শীষ প্রতিকের বিএনপির মো. রশিদুল হক সরকার। তার ভোট সংখ্যা ১০ হাজার ৯৭৫।

রাত সাড়ে ৭ টায় সৈয়দপুর নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে এই ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা ফজলুল করিম।

এছাড়া জাতীয় পার্টির সিদ্দিকুল আলম (লাঙ্গল) পান ৯ হাজার ৬৩৩, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. নূরুল হুদা (হাতপাখা) ভোট পান ১ হাজার ৮৪৩ ও স্বতন্ত্র প্রার্থী রবিউল আউয়াল রবি (মোবাইল ফোন) ভোট পান ১ হাজার ৮৯২। উল্লেখ যে, সৈয়দপুর পৌরসভার নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। এর মধ্যে আজ রবিবার ভোট চলাকালিন দুই মেয়র প্রার্থী যথাক্রমে জাতীয় পার্টির সিদ্দিকুল আলম(লাঙ্গন) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. নূরুল হুদা (হাতপাখা) ভোট বর্জন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ