নিখোঁজ সংবাদঃ সজল বাক ও মানসিক প্রতিবন্ধী, সজল মায়ের সাথে চিকিৎসার জন্য গাংনী উপজেলার কুমারী ডাংগা হইতে মামার বাড়ি BRTA কলোনী মগবাজার, ঢাকার বাসায় এসেছে গত শুক্রবার রাতে(২২-০১-২০২১)।
রাতের খাবার শেষে মায়ের সাথে ঘুমিয়ে পড়ে সজল, সজল বিছানাতে রাতে প্রসাব করে ফেলে, এজন্য রাত সাড়ে বারোটার দিকে সজলের মা তাকে বার্তরুমে নিয়ে যায় এবং পরে একসাথে ঘুমিয়ে পড়ে। এরপর রাত ৩টার দিকে এক সাথে অনেক কুকুর কলোনীতে ডাকাডাকিতে সজলের ঘুম ভাঙ্গে, সজলের মা তখন খেয়াল করে পাশে সজল নেই....! অনেক খোজাখুজি করেও সজলকে না পেয়ে, সজলের মা পাগল ছেলের মায়ায় কান্নায় বার বার ফিট হয়ে যাচ্ছে...। সজলের মা ও আপনজনেরা ধারনা করছে যে- শহর ভালো না লাগায় পায়ে হেটে বাড়িতে চলে যাবে বলে এই ধারণা করেই বাসা থেকে বেরিয়ে গেছে।
সজলের পরনে ছিলো কালো টুপিযুক্ত শীতের পোশাক।
গায়ের রং ফর্সা, নিজের নাম আলতোভাবে বলতে পারে সে।
কোন হৃদয়বান ব্যক্তি সন্ধান পেলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
নামঃনিখোঁজ সংবাদঃ সজল বাক ও মানসিক প্রতিবন্ধী, সজল মায়ের সাথে চিকিৎসার জন্য গাংনী উপজেলার কুমারী ডাংগা হইতে মামার বাড়ি BRTA কলোনী মগবাজার, ঢাকার বাসায় এসেছে গত শুক্রবার রাতে(২২-০১-২০২১)।
রাতের খাবার শেষে মায়ের সাথে ঘুমিয়ে পড়ে সজল, সজল বিছানাতে রাতে প্রসাব করে ফেলে, এজন্য রাত সাড়ে বারোটার দিকে সজলের মা তাকে বার্তরুমে নিয়ে যায় এবং পরে একসাথে ঘুমিয়ে পড়ে। এরপর রাত ৩টার দিকে এক সাথে অনেক কুকুর কলোনীতে ডাকাডাকিতে সজলের ঘুম ভাঙ্গে, সজলের মা তখন খেয়াল করে পাশে সজল নেই....! অনেক খোজাখুজি করেও সজলকে না পেয়ে, সজলের মা পাগল ছেলের মায়ায় কান্নায় বার বার ফিট হয়ে যাচ্ছে...। সজলের মা ও আপনজনেরা ধারনা করছে যে- শহর ভালো না লাগায় পায়ে হেটে বাড়িতে চলে যাবে বলে এই ধারণা করেই বাসা থেকে বেরিয়ে গেছে।
সজলের পরনে ছিলো কালো টুপিযুক্ত শীতের পোশাক।
গায়ের রং ফর্সা, নিজের নাম আলতোভাবে বলতে পারে সে।
কোন হৃদয়বান ব্যক্তি সন্ধান পেলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
0 মন্তব্যসমূহ