সরবরাহ বেড়ে যাওয়ায় পঞ্চগড়ে পেঁয়াজের দাম কমেছে


মো. কামরুল ইসলাম কামু পঞ্চগড়ঃ
 

ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার পর পেঁয়াজের বাজার ছিলো উর্দ্ধমুখী। সাথে সাথে আলুর বাজার ছিলো ধরাশয়ি। এখন এ দুটি  পণ্যের দাম কমতে শুরু করেছে। গত ২/৩দিন যাবত বাজারে দেশি জাতের নতুন  পেঁয়াজ ও আলুর সরবরাহ পর্যাপ্ত। বৃহষ্পতিবার ও শুক্ররবার দুদিন বাজারে এমন অবস্থা দেখা গেছে।

এদিকে কাঁচামরিচের দামও কমতে শুরু করেছে। কমেছে বেগুন, টমেটো, ফুলকপি,পাতাকপি শিম সহ সকল প্রকার সবজির দামও। প্রতি কেজি আলু এখন ২০/২৫ টাকা ও পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফুলকপি এক কেজি ১০ টাকা। শিম প্রতি কেজি ২০ টাকা বেগুন ১৫/৩০ টাকা। কাচাঁ মরিচ প্রতিকেজি ৮০ টাকা। টমেটো প্রতি কেজি ৩০ টাকা।

ব্যবসায়িরা জানান, কৃষকরো আলু পেঁয়াজ তুলতে শুরু করেছে। তাই দাম কমতে থাকবে। তাছাড়া দেশে এবার পেঁয়াজ আবাদ বেড়েছে। আলুর দাম আরো কমতে পারে। ক্রেতা সাধারন জানান, এবার সবজির দামে আমরা দিশেহারা ছিলাম। তবে দাম কমতে থাকায় আমরা স্বস্তি পেয়েছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ