রতন কুমার রায়-স্টাফ রিপোর্টার:
নীলফামারীর ডোমার উপজেলার সোনারায়ে রবিবার বিকালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি ।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি ও আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম মুন এর পক্ষ থেকে নীলফামারী জেলার দুই উপজেলা ডোমার - ডিমলার ৫০০ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয় ।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নীলফামারী জেলা শাখার সহ সভাপতি ইসমাইল হোসেন, ডোমার উপজেলা শাখার সভাপতি মাওলানা ফজলুর রহমান, সহ -সভাপতি খতিবুর রহমান, সদস্য গিয়াস উদ্দিন, গোলাম আরশাদ, জাহিদুল ইসলাম, মুফতি মাহমুদ বিন আলম প্রমুখ ।
0 মন্তব্যসমূহ