দিনাজপুরে এসেছে ৯৬ হাজার ডোজ করোনা ভ্যাকসিন


শিমুল দিনাজপুর সদর প্রতিনিধিঃ
 

দিনাজপুরে প্রথম ধাপে মোট ৯৬ হাজার করোনার ডোজ চলে এসেছে। আজ রোববার সকাল সাড়ে এগারোটায় দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ে নির্ধারিত পরিবহনের এই ভ্যাকসিন পৌছে গেছে।এদিকে ভ্যাকসিন কার্যক্রম ষুষ্ঠভাবে পরিচালনার জন্য সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য কর্মকতা ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষন শুরু হয়েছে। সব ঠিক থাকলে আগামী ৭ ফেব্রুয়ারী থেকে করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। 

জেলা সিভিল সার্জন ডা: আব্দুল কুদ্দুছ জানান, সুরক্ষা এ্যাপের মাধ্যমে ইতিমধ্যেই রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। যারা আগে রেজিষ্ট্রেশন করবেন তারাই আগে করোনা ভ্যাকসিন পাবেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতালসহ ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ১৪টি স্থানে নির্ধারিত তারিখ অনুযায়ী ভ্যাকসিন প্রদান করা হবে। এই সব ভ্যানুতে মোট ৩৮টি টিম করোনা ভ্যাকসিন প্রদানে কাজ করবে। ভ্যাকসিন গুলো নিরাপদ বলে জানান সিভিল সার্জন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ