কুড়িগ্রামের টগরাইহাট এলাকায় কৃষি বিশ্ববিদ্যালয়টি স্থাপনের দাবীতে সভা অনুষ্ঠিত


রাশেদ স্টাফ রিপোর্টার কুড়িগ্রামঃ
 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত পুর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়টি কুড়িগ্রাম জেলার প্রাণ কেন্দ্র রেলপথ ও সড়ক পথ সম্বলিত সু বিস্তৃত মনোরম স্থান এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত টগরাইহাট রেল ষ্টেশন সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠার দাবীতে আজ ১৯ জানুয়ারী সকাল ১১ টায় টগরাইহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক জরুরী সভার অনুষ্ঠিত হয়েছে। . 

টগরাইহাট এলাকাবাসীর আয়োজনে সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, রাজারহাট আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ শাহ আলম এবং বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা পরিষদের সদস্য আব্দুল হক ব্যাপারী, 

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ মন্ডল, রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক ও কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমিনুর রহমান প্রমুখ। বক্তারা টগরাইহাট এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত পুর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়টি স্থাপনের দাবীতে জোড়ালো দাবী তুলে ধরেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ