মেহেদী হাসান, ঠাকুরগাঁওঃ
চতুর্থ ধাপে ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী শরিফুল ইসলাম শরিফ। বুধবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আধুনিক মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বক্তব্য রাখেন বিএনপির মনোনিত প্রার্থী ও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান,জেলা বিএনপির সাধারণ সম্পাদক বর্তমান পৌর মেয়র ও বিএনপির মহাসচীব মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিন ।
বিএনপির মনোনিত প্রার্থী শরিফ তার বক্তব্যে সাংবাদিকদের জানান, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে আমার জয় নিয়ে আমরা আশাবাদী, আমি নির্বাচিত হলে এ পৌরসভার বর্ধিত এলাকা ও অবহেলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করবো। জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান তার সমাপনি বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ই ভি এম ভোট গ্রহণ একটি নতুন পদ্ধতি। বিগত সময়ে বিভিন্ন জেলায় এ পদ্ধতিতে ভোট গ্রহণ প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা আশা করবো এর পুনরাবৃত্তি এখানে যেনো না হয়। এসময় জেলা বিএনপির বিভিন্ন নেত্রীবৃন্দ সহ সাধারন কর্মীরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ