সিফাত হত্যা ‘বাবার মামলা দায়ের


মো. কামরুল ইসলাম কামু পঞ্চগড় প্রতিনিধিঃ
 

পঞ্চগড়ের আটোয়ারীতে কলেজ ছাত্র ফাহিদ হাসান সিফাত (১৮) হত্যার ঘটনায় আটোয়ারী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আটককৃতরা হলেন- ঘাতক মতিউর রহমান মতি, তার বাবা মোখলেছার রহমান, মা ময়না বেগম ও মতিউরের চাচাতো ভাই লিমন।

সিফাতের বাবা সফিকুল ইসলাম শনিবার রাতে বাদি হয়ে ৪ জন সহ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন। এদিকে মামলার পর পুলিশ আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করেছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই দিপেন জানান, মামলার ৪ আসামীকে গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার (১০ জানুয়ারি) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-৫ এর বিচারক এস এম মাহাবুব ইসলামের আদালতে আসামীদের হাজির করা হয়েছে।

এরপর আদালতে মূল আসামী ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে সকল আসামীকেই জেলহাজতে প্রেরণ করা হয়। আদালতে পরে রিমান্ড আবেদন করা হবে।এসআই দিপেন জানান, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে সিফাতের লাশ ওই রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ