ডোমারে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ সমাপনী


রতন কুমার রায়, স্টাফ রিপোর্টারঃ
 

নীলফামারী ডোমার উপজেলায় কৃষি সমৃদ্ধির লক্ষ্যে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী ১শত ৫০জন কৃষক- কৃষাণীর প্রশিক্ষণ  সমাপনী হয়েছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে শেষ ব্যাচের ৩০জন কৃষক-কৃষাণী প্রশিক্ষণে অংশগ্রহন করেন। গত ১১ জানুয়ারী হতে ১৩ জানুয়ারী প্রতি ব্যাচে ৩০জন করে ৫ ব্যাচে এক’শ ৫০জন কৃষক- কৃষাণী’র প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আনিছুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবীদ বকুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা কামরুজ্জামান প্রমূখ।

প্রসঙ্গত: গত ১১ জানুয়ারী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবীদ খন্দকার আব্দুল ওয়াহেদ প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন। সেসময় রংপুর অঞ্চলের উপ-পরিচালক মনিরুজ্জামান, নীলফামারী জেলা উপ-পরিচালক ওবায়দুর রহমান, জেলা প্রশিক্ষণ অফিসার আকতাজ্জামান, জেলা অতিরিক্ত উপ-পরিচালক(উদ্ভিদ ও সংরক্ষণ) মাজেদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ