গাইবান্ধায় র‌্যাব-১৩ এর আয়োজনে স্বরাষ্ট-মন্ত্রীর শীতবস্ত্র বিতরণ


ওবাইদুল ইসলাম, গাইবান্ধাঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে র‌্যাব সেবা সপ্তাহের চলমান কার্যক্রমের অংশ হিসাবে গাইবান্ধায় শীতাত মানুঝের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে র‌্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন-১৩ রংপুরের আয়োজনে চরাঞ্চলের ৮ হাজার দুস্থমানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি। র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ও কৃষকলীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি, রংপুর রেঞ্জের ডিআইজি দেবাশীষ ভট্টাচার্য, গাইবান্ধা জেলা প্রসাশক আব্দুল মতিন, পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিকসহ আওয়ামীলীগের বিভিন্ন স্তবের নেতৃবিন্দ ও প্রসাশনের উদ্ধর্তন কর্মকতাগণ।

প্রধান অতিথি তার বক্তব্যবে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যাপক তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সন্ত্রাস জঙ্গিবাদ, জলদস্যু দমন, প্রশ্নপত্র ফাঁস বন্ধসহ সকল ধরণের অপরাধ দমনে র‌্যাব, পুলিশসহ সংশ্লিষ্ট সকল আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ কারণেই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ