রাশেদ স্টাফ রিপোর্টার কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আলহাজ্ব মামুন সরকার মিঠু।শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ১৮টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সন্ধায় উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব।
নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত আলহাজ্ব মামুন সরকার মিঠু নৌকা প্রতিকে ১৫৫৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত হায়দার আলী মিঞা ধানের শীষ প্রতিকে ৭৪১৩ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাফেজ আতাউর রহমান হাত পাখা প্রতিকে ৩৫২৮ভোট পেয়েছেন। রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব বলেন,সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
নব নির্বাচিত পৌর মেয়রকে অভিনন্দন জানিয়ে এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম আখতার আমীন বলেন নব নির্বাচিত মেয়রের হাত ধরে উন্নয়নে এগিয়ে যাবে উলিপুর পৌরসভা।
0 মন্তব্যসমূহ