সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন-- হাজী মোঃ সাইফুল ইসলাম এ্যাডভোকেট


চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

শীতের মাঝামাঝি সময়ে  তাপামাত্রা একদম কমে আসছে। এ পরিস্থিতিতে, দিনের সাথে সাথে রাতেও বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। শীতের প্রকোপের কারণে যারা গ্রামে বসবাস করেন, বিশেষ করে প্রবীণ, তাঁদের বেশ সমস্যা পোহাতে হচ্ছে। পাশাপাশি, বাংলাদেশ আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী চলছে শৈত্য প্রবাহ। এ পরিস্থিতিতে, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় উপজেলার ০৮ নং সাঁইতাড়া ইউনিয়নের চড়কডাংগা বাজারস্হ পূর্ব সাঁইতাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাত্রি আনুমানিক ১০ টায় অসহায়, 

অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টায় দিনাজপুর-৪ নির্বাচনী এলাকায় শীতার্ত দরিদ্রদের মাঝে  কম্বল বিতরণ করেন জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য, জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ সাইফুল ইসলাম এ্যাডভোকেট।

এ বিষয়ে জানতে চাইলে হাজী মোঃ সাইফুল ইসলাম এ্যাডভোকেট বলেন, 'করোনায় আমি সার্বক্ষণিক মানুষের পাশে থেকেছি, মাক্স বিতরন করেছি। এখন শীত আসছে। ঢাকার মতো অন্যান্য বড় শহরের তুলনায় বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় শীতের তীব্রতা বেশি। এসব গ্রামীণ এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত মানুষের জন্য শীতকাল বেশ পীড়াদায়ক। কারণ, শীত নিবারণের জন্য তাদের প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাব রয়েছে। এ বিষয়টি অনুধাবন করে শীতে তাদের মধ্যে কম্বল বিতরণের যে উদ্যোগ নিয়েছি তা চলমান থাকবে ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ