ফরহাদ হোসেন জনি, মুন্সীগঞ্জঃ
মুন্সিগঞ্জের শ্রীনগরে ভবন নির্মাণ করতে গিয়ে মাটি চাপা পরে ২ভবন নির্মান শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ২ঘটিকার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। উপজেলার হাঁসাড়া কালিখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানাজায় , ওই এলাকার ইতালী প্রবাসী আফজাল শেখ রাস্তা খুড়ে আন্ডার পাস তৈরি করে ভবন নির্মানের জন্য শ্রমিক নিয়োগ করে । নির্মান শ্রমিকরা দুপুর ২টার দিকে মাটি খুড়ে বড় গর্ত তৈরি করে বেজমেন্ট তৈরি করছিলো। এসময় নির্মাণ শ্রমিক শচীন মন্ডল(৩২), রুবেল (৩২) ও জিল্লু শেখ (৫০) বেজমেন্টের গর্তে মাটিতে চাপা পড়ে। ঘটনাস্থলেই শচীন মন্ডল ও রুবেল মারা যায়।
আহত জিল্লু শেখকে উদ্ধার করে ঢাকার মিডফোর্ট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। স্থানীয়রা আফজাল শেখের বাড়ি ঘেরাও করে রাখে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আফজাল শেখকে তাদের হেফাজতে নেয়। নিহত শচীন মন্ডল বীরতারা ইউনিয়নের সাতগাও গ্রামের বাসীন্দাও দিলিপ মন্ডলের ছেলে। অপর নিহত রুবেল মাঝি মধ্য হাঁসাড়া গ্রামের রেজাউল মাঝির ছেলে।
0 মন্তব্যসমূহ