পঞ্চগড়ে মৃদু শৈত্য প্রবাহ; কনকনে শীত


মো. কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ 

দেশের উত্তরজনপদের শেষ জেলা পঞ্চগড়। গত তিন দিন ধরে চলছে মৃদু শেত্যপ্রবাহ। তেতুঁলিয়া আবহাওয়া অফিসের মতে তিন দিন ধরে সর্বনিম্ম তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রী সেলসিয়াসে উঠানামা করছে। শুক্ররবার সর্ব নিম্ম তাপমাত্রা ছিলো ৮দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। 

এদিকে দুপুরের দিকে সূর্যের দেখা মিললেও জুম্মা নামাজের পর আবার মেঘাছন্ন হয়ে পড়ে আকাশ। বিকেলে শুরু হয় মৃদু শৈত্য প্রবাহ। গত দিন দিন ধরে এ অবস্থা চলছে। তবে দুদিন আগে এমন দিনের বেলা শীতের প্রভাবটা ছিলো কম। কিন্তু হঠাৎ করে বৃহষ্পতিবার থেকে এর তীব্রতা বাড়তে থাকে। কনকনে শীতে জনজীবন কিছুটা বির্পযস্ত হয়ে পড়েছে।

তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান ‘ সামনের সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত এ অবস্থা থাকবে। আজকের সর্বনিম্ম তাপমাত্রা ছিলো ৮ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ