শিমুল, দিনাজপুর সদর প্রতিনিধিঃ
শ্রী নিগমানন্দ সারস্বত সেবাশ্রমের উদ্দ্যোগে অসহ্য়া সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন এমপি মনোরঞ্জনশীল গোপাল। ১৫ জানুয়ারী শুক্রবার বেলা ১২টায় দিনাজপুর কাহারোলের গড়নুরপুরে নিগমানন্দ সারস্বত সেবাশ্রমের স্কুল মাঠে সেবাশ্রমের পরিচালনায় বৃদ্ধাশ্রমের বয়বৃদ্ধ ও এতিম খানার এতিম শিশুসহ স্থানীয় কয়েকটি গ্রামের সহস্রাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি গোপাল বলেন, অসহ্য়া মানুষদের শীত নিবারনের জন্যে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী সংস্থা,ব্যাংক ও সমাজের বিত্তশালীরা এগিয়ে এসেছেন। এভাবেই দেশের বিভিন্ন অঞ্চলের সর্বস্তরের মানুষেরা যদি অসহায় মানুষদের পাশে দাঁড়ায় তাহলে শীতকে জয় করা সহজ হয়ে যাবে।
নিগমানন্দ সারস্বত সেবাশ্রমের সার্বিক পরিচালনায় ও এবি ব্যাংকের অর্থায়নে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাহারোল-বীরগঞ্জ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। দিনাজপুর কাহারোলের রামচন্দ্রপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের সহস্রাধিক স্থানীয় মানুষকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এসময় নিগমানন্দ সারস্বত সেবাশ্রমের তত্ববধানে পরিচালিত বৃদ্ধাশ্রমের বয়বৃদ্ধ ও এতিম খানার এতিম শিশুদের মাঝে কম্বল দেয়া হয়েছে।
সেবাশ্রমের সেবায়েত নন্দ দুলাল চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মাঝে আরো উপস্থিত ছিলেন এবি ব্যাংক দিনাজপুর শাখার ম্যানেজার মো: তালেব, ৫নং ইউপি চেয়ারম্যান শরিফুদ্দীন আহম্মেদ, ৬নং ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বাবলু,আওয়ামীলীগ নেতা সুশীল বাবু প্রমুখ।
0 মন্তব্যসমূহ