মো. কামরুল ইসলাম কামু,পঞ্চগড়ঃ
চাল আমদানির শুরুর দিকে চালে কিছুটা স্বস্তি দেখা গেলেও এখন আবারো বাজার বাড়তির দিকে। গত এক সপ্তাহ ধরে এই বাজার আবারো বাড়ছে। যার কারণ জানতে পারছেনা সাধারন মানুষ।পাশাপাশি সোয়াবিণের দাম হু হু করে বাড়ছে তো বাড়ছেই। প্রায় ৩ মাস ধরে সোয়াবিনের দাম বাড়তির দিকে তবে কমছেনা।
যে কোয়ালিটি নামে খোলা সোয়াবিন বিক্রি হতো ৮০ টাকা প্রতি লিটাল ‘ তা এখন ১২০ টা। প্রতি লিটারে বেড়েছে ৪০ টাকা। প্যাকেটজাত সোয়াবিন বিক্রি হতো প্রতি লিটার ১০০ টাকা ‘ তা বিক্রি হচ্ছে ১২০/১৩০ টাকা। ব্যবসায়িরা কোনো কারণ জানাতে পারছেনা।’স্বর্ণপারি কমে যেখানে ২১৫০ ছিলো তা বেড়ে ২২০০ টাকা ঠেকেছে। এভাবে মিনিকেট,গুটিপারি আঠাইশ সহ সব চালের দাম বাড়ছে।
শুক্ররবার বাজারে গিয়ে দেখা যায় রুপচাঁদা প্রতি ২লিটারের বোতল বিক্রি হচ্ছে ২৫০ /২৫৫ অন্যান্য ব্রান্ড ২৪০/৫০ টাকা। যেমন তীর ও বসুন্ধরা। চাল আর সোয়াবিনের দামে হতাশ মানুষ।এদিকে দেশী পেঁয়াজ বাজার দখল করেছে। ভারতীয় পেয়াঁজ বাজারে নাই।দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫ টাকা থেকে ৩০ টাকা। বাড়ছে বয়লারের দাম। প্রতি কেজি ১৩০ টাকা।
0 মন্তব্যসমূহ