মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড় প্রতিনিধিঃ
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে মাঘের শীতে কাহিল মানুষ। কনকনে শীত ও ঘনকুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। শীতের দাপট যেনো মানুষের জীবন যাত্রাকে বির্পযস্ত করে তুলেছে। খড়কুটো জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছে। এদিকে প্রচন্ড শীতে মায়েরা ছোটো শিশুদের নিয়ে বাড়ির বাইরে আসছে না। শীতের দাপট গরম কাপড়ের দোকানে মানুষ কম দেখা গেছে। দোকানদাররা জানান এতো বেশি শীত মানুষ বাজারে আসছেনা। ফলে বেচাকেনা কমে গেছে।
এদিকে শনিবার তেতুঁলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ম তাপমাত্রা রের্কড করেছে ১০ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস।সর্বোচ্চ তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। শুক্ররবার দিনের বেলা সুর্যের দেখা মিললেও শনিবার ছিলো শৈত্য প্রবাহ ও প্রচন্ড কুয়াশা। ফলে শহর-বন্দরে মানুষের আনাগোনা কমে যায়। এতে দোকান-পাটে বেচা কেনার গতি কমে যায়।
তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান ‘ ফেব্রয়ারির মাঝামাঝি পর্যন্ত এ রকম শীত থাকবে।
0 মন্তব্যসমূহ