গাইবান্ধায় প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির মানববন্ধন ও স্মারক লিপি প্রদান


ওবাইদুল ইসলাম, গাইবান্ধাঃ

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি গাইবান্ধা জেলা শাখা টাইমস্কেল, জ্যেষ্ঠতা ও পদোন্নতি বহাল করণের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে । বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি জেলা শাখার আয়োজনে আজ ২৪ জানুয়ারি দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি’র গাইবান্ধা জেলা শাখার আহবায়ক সুশীল কুমার সরকার, যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, মোঃ ফারুকুল ইসলাম, মোঃ মাহবুবার রহমান খন্দকার, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ নজরুল ইসলাম ও মোঃ ওবাইদুল্লাহ সরকারসহ অনেকে।

মানববন্ধন শেষে অর্থ মন্ত্রণালয়ের ১২ই আগষ্ট ২০২০খ্রিঃ তারিখের পত্রটি প্রত্যাহার পূর্বক ‘‘অধিগ্রহণকৃত বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকুরীর শর্তাদি নির্ধারণ) বিধিমালা ২০১৩’’ এর বিধি-২, উপবিধি (গ) তে বর্ণিত বেসরকারী চাকুরীর ৫০% কার্যকর চাকুরীকালের ভিত্তিতে টাইমস্কেলসহ অন্যান্য আর্থিক সুবিধাদি, জ্যেষ্ঠতা ও পদোন্নতি বহাল করণের দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারক লিপি প্রদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ