হাসানুজ্জামান হাসান, লালমনিরহাটঃ
কারও কারও জন্য আশীর্বাদ ও উপভোগ্য হলেও সমাজের কিছু মানুষের জন্য শীত মোকাবিলা করা কঠিন। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হত দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন "আমার বাংলাদেশ ফাউন্ডেশন।
মঙ্গলবার, ১৯ জানুয়ারি দুপুরে সুন্দ্রাহবী এলাকায় ৫০জন শীতার্ত শিশু ও বয়স্ক মানুষকে শীতবস্ত্র হিসেবে সোয়েটার বিতরণ করেন সংগঠনটি। সংগঠনের সভাপতি রিপন আলি বলেন, ‘শীতে অসহায় মানুষের কষ্টের শেষ থাকে না। দারিদ্র্যের কারণে শীতবস্ত্র কিনতে তাদের হিমশিম খেতে হয়। কারও কারও জন্য আশীর্বাদ ও উপভোগ্য হলেও সমাজের কিছু মানুষের জন্য শীত মোকাবিলা করা কঠিন।
তাই প্রতি বছরের মতো এ বছরও শীতার্তদের জন্য এই আয়োজন করেছি। আমার বাংলাদেশ সংগঠন অসহায় মানুষের পাশে দাঁড়ায় সর্বদা। আগামীতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
0 মন্তব্যসমূহ