চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুরঃ
আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
দ্বিতীয় দফায় দিনাজপুরে ৩টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভা গুলো হচ্ছে- দিনাজপুর পৌরসভা, বীরগঞ্জ পৌরসভা এবং বিরামপুর পৌরসভা। তিনটি পৌরসভার মধ্যে আওয়ামী লীগ দিনাজপুর পৌরসভার জন্য দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, বীরগঞ্জ পৌরসভায় বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম, বিরামপুর পৌরসভায় বিরামপুর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সাবেক মেয়র অধ্যাপক আক্কাস আলীকে তাদের দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন। এরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন।
তিন প্রার্থীর নাম ঘোষণায় তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ খুশি। এবার তারা যেকোনো মূল্যে এই তিনটি পৌরসভায় তাদের প্রার্থীদের বিজয়ী করতে চান। নিজেদের দখলে নিতে চান পৌর পিতার আসনটি।
0 মন্তব্যসমূহ