রতন কুমার রায়, স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর ডোমার উপজেলায় করোনা মহামারীকালীণ স্কুল বন্ধ থাকায় একশত ৮০ জন শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে শিশুদের জন্য বিভিন্ন সম্পূরক খাবার দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মাটিয়াদাশ আনন্দলোক বিদ্যালয় মাঠে ‘নেটজ’ বাংলাদেশের অর্থায়নে বিতরণী অনুষ্ঠানের গন উন্নয়ন কেন্দ্র আয়োজন করে। জনপ্রতি অভিভাবকের মাঝে তিন কেজি আটা, দুই লিটার সোয়াবিন তেল ও ৩০টি করে ডিম বিতরণ করা হয়। উক্ত বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় গন উন্নয়ন কেন্দ্রের ইসিও পরেশ চন্দ্র সিনহা,বীর মুক্তিযোদ্ধা হীরামন রায়,ইউপি সদস্য জয়নাল আবেদীন, শিক্ষক মাধবী রানী রায়, প্রতিমা রানী রায়, অন্নপ্রশাদ রায়, নাহিদা আক্তার নিশী প্রমূখ উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ