মিজানুর রহমান মিলন, সৈয়দপুরঃ
নীলফামারীর সৈয়দপুরে বেপরোয়া গতিতে চলা নৈশকোচের চাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সৈয়দপুর শহরের উপকন্ঠ সৈয়দপুর-নীলফামারী বাইপাস সড়কে কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মোড়ে ওই দূর্ঘটনা ঘটে।
নিহত সাগর রহমান (১৭) শহরের নিয়ামতপুর মুন্সিপাড়ার এলাকার মো. ওবায়দুর রহমানের ছেলে। সে শহরের সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঘটনার দিন রাত ৮ টায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র সাগর রহমান ধলাগাছ মোড় হয়ে শহরের নিয়ামতপুর মুন্সিপাড়ার বাসায় আসছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা বেপরোয়া গতিতে চলা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি নৈশকোচ (নম্বর: ঢাকামেট্রো-ব-১৫-০১০০) উল্লিখিত এলাকায় কলেজ ছাত্র সাগরের মোটর
সাইকেলে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক সাগর রহমান ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় তারাগঞ্জ হ্ইাওয়ে থানায় একটি মামলা হয়েছে। নৈশ কোচটিতে আটক করেছে পুলিশ।
0 মন্তব্যসমূহ