ওবাইদুল ইসলাম, গাইবান্ধাঃ
গাইবান্ধা জেলা সদর হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পাওয়া যাবে করোনা পরীক্ষার ফলাফল।
শনিবার বেলা এগারোটার দিকে জেলা সদর হাসপাতাল চত্বরে একটি কক্ষে বিশেষ পদ্ধতিতে র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে করোনা পরীক্ষা শুরু হয়। এ সময় জেলা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আসাদুজ্জামানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ভিডিও কনফারেন্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।
হাসপাতালের কর্মকর্তারা জানান, এই পদ্ধতিতে দ্রুত ফলাফল পাওয়া যাবে। এতে করোনা শনাক্ত ব্যাক্তিকে আলাদা রাখার মাধ্যমে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকবেনা। সটঃ ডা. আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক, জেলা সদর হাসপাতাল, গাইবান্ধা।
0 মন্তব্যসমূহ