রংপুরে মহানগর যুব মহিলালীগের মানববন্ধন


শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধিঃ

রংপুর নগরীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য্য বিরোধী ও  ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমনের দাবিতে মহানগর যুব মহিলালীগের মানববন্ধন অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার  (০৩ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে প্রেসক্লাব চত্ত্বরের সামনে যুব মহিলালীগ এ মানববন্ধন করেছে। 

উক্ত মানব্বন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব মহিলালীগের সভাপতি শাহনাজ বিউটি এর উপস্থাপনায় বক্তব্য রাখেন, রংপুর মহানগর  আওয়ামীলীগের সভাপতি শফিউর রহমান শফি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্যই আমরা স্বাধীন দেশ পেয়েছি। যার অগ্নিঝড়া ভাষণেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। 

ভাষ্কর্য তৈরী করার কাজে বাধা দেওয়ার জন্য কোরাআন ও হাদিসের মনগড়া ফতোয়া দিয়ে ধর্মপ্রাণ মুসলমানকে বিভ্রান্ত করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য নিয়ে কথা বলে । যারা ধর্মীয় বিভ্রান্তি সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

আরও বক্তব্য রাখেন,  মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শামিম তালুকদার, সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল, জয়েন কনভেনর অনিতা মোহন্ত, জেলা যুব মহিলালীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ওয়াহিদা মুন্নী,  মহানগর যুব মহিলালীগের সদস্য অরিন, অন্তরা, ২ নং ওয়ার্ডের যুব মহিলালীগ এর সভাপতি নাজমা বেগম, ১৭ নং ওয়ার্ডের যুব মহিলালীগ এর সাধারণ সম্পাদক নাজমা খাতুন, ২১ নং ওয়ার্ডের যুব মহিলালীগ এর সাধারণ সম্পাদক বাবলী বেগম, 

২২ নং ওয়ার্ডের যুব মহিলালীগ এর সভাপতি রহিমা বেগম, ২৩ নং ওয়ার্ডের যুব মহিলালীগ এর সভাপতি শিলা খাতুন, ২৬ নং ওয়ার্ডের যুব মহিলালীগ এর সাধারণ সম্পাদক মাহমুদা বেগমসহ মহিলা লীগ এর অন্যান্য অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ