সৈয়দপুরে ব্যারিস্টার মোকছেদুলের মায়ের ইন্তেকাল


মিজানুর রহমান মিলন, সৈয়দপুরঃ

সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. মোকছেদুল ইসলামের মা ফাতেমা খাতুন আর নেই। তিনি আজ বৃহস্পতিবার ভোরে বার্ধক্যজনিত কারণে সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর এলাকার বানিয়াপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। 

তিনি চার ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যকআত্মীয়স্বজন, ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। আজই জোহর নামাজের পর  তাঁর জানাজার নামাজ গ্রামের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়ায় অনুষ্ঠিত হয়।  পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে নীলফামারী - ৪ আসনের সাবেক সাংসদ আলহাজ¦ মো. শওকত চৌধুরী, নীলফামারী জেলা পরিষদ সদস্য মো. শামীম চৌধুরী, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু, নীলফামারী জেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন,  তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিয়ার রহমান,

সাধারণ সম্পাদক হারুন- অর-রশিদ, আলমপুর ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, শিল্পপতি আলহাজ্ব মো. জিকরুল হক, ব্যবসায়ী মো. আজমল সরকার, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু,

কামারপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ ইউনিয়ন সাধারণ সম্পাদক জিকো আহমেদ,কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নেতা আহসান-উল-হক বাবু শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

প্রসঙ্গত,মরহুমা ফাতেমা বেগম ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. শরীফ আল-কামাল এবং তারাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোজাহেদুল ইসলাম জাহিদের মা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ