আব্দুল মালেকঃ
“তিস্তা বাঁচাও নদী বাঁচাও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নদী বাঁচাও সংগ্রাম পরিষদের ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে তিস্তা পাড়ের সর্বস্থরের জনগণ। নীলফামারীর জলঢাকায় রোববার শৌলমারী তিস্তারপাড়ে তালুক শৌলমারী বিএসসিপাড়া, হাজী পাড়া বরবাড়ী, বাঁধের পার তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আয়োজনে ২৩০ কিলোমিটারের ১ঘন্টার এক মানববন্ধন করেছে এলাকাবাসী। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মহা পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরন এবং তিস্তা তীরবর্তী কর্মহীনদের প্রস্তাবিত জোন ও শিল্প কল-কারখানার অগ্রাধীকারের ভিত্তিতে কর্মসংস্থানের দাবিতে এ কর্মসূচী পালিত হয়।
এসময় তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম কমিটির সভাপতি মহসীন আলী মাস্টারের সভাপত্তিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, শৌলমারী ৫নং ওয়ার্ডের মেম্বার এমদাদুল ইসলাম, শৌলমারী যুবলীগ সভাপতি কামরুজ্জামান, শৌলমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, যুবলীগ নেতা সুমন কাজী, শহীদুজ্জামান মিঠু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে দেশ রত্ম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নিকট তিস্তার দুই তীরে ২৩০ কিলোমিটার নদী শাসনের যে উদ্যোগ গ্রহন করেছেন তা মুজিববর্ষ উপলক্ষ্যে দ্রুত বাস্তবায়নের উপরে জোর দাবি জানান উপজেলা চেয়ারম্যান।
0 মন্তব্যসমূহ