পঞ্চগড়ে চালের কেজি ৫০ আলুর কেজি ও ৫০ টাকা


মো. কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ
 

চালের দামকে ও ছাড়িয়ে গেলো আলু। কোনো ভাবেই কমছেনা সবজির দর। মিনিকেট প্রতি কেজি ৫০/৫২ টাকা। স্বর্ণপারি, আঠাইশ সহ মোটা চাল ৪৭/৪৮ টাকা কেজি। এছাড়া সব ধরনের পন্যের দাম বাড়তি। পেয়াঁজ ৭০/৭৫ টাকা কেজি দরে এখনো বিক্রি হচ্ছে। রসুন প্রতিে কজি ১০০/১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাছ মাংসের দাম আগের জায়গায় থাকলেও সব সবজির দাম এখনো ধরাছোঁয়ার বাইরে।

পঞ্চগড় বাজারে শীতকালিন শাক-সবজি বের হলেও দাম নিয়ে অস্বস্তি কাটেনি। বেগুন, ফুলকপি, বড়বটি,শিম সহ সব ধরনের সবজি এখনো ৬০ থেকে ১০০ টাকা। মুলার দাম কিছুটা কমে এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫ টাকা। কাচাঁমরিচ ১৪০ টাকা থেকে ১৫০ টাকা। বুধবার ও বৃহষ্পতিবার বাজার ঘুরে এরম অবস্থা দেখা গেছে। ফুল কপি ৮০ টাকার স্থলে বেড়ে এখন বিক্রি হচ্ছে ১০০ টাকা। ৩০/৪০ টাকার বেগুন আবার বেড়ে ৪০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। শিম এখনো ৮০ টাকা কেজি।

আলুর দাম বাড়ার কারন হিসেবে অনেক ব্যবসায়ি জানান ‘ হিমাগারে লাখ লাখ টাকা জরিমানা করায় পাইকারি ব্যবসায়িরা আলুর দাম বাড়িয়ে দিয়েছে। প্রতি কেজি দেশি আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা। কাডিনাল ৪০ টাকা। এদিকে পঞ্চগড়ে লাউয়ের আবাদ প্রচুর হলেও দাম কমছেনা। বেশির ভাগ লাউ ঢাকায় যাওয়ায় হঠাৎ লাউয়ের দাম প্রতি পিস বিক্রি হচ্ছে  ছোটো মাপের ২৫/৩০ টাকা। বড় মাপের লাউ বিক্রি হচ্ছে ৩৫/৪০ টাকা। 

কিছু দিন আগে প্রতি পিস লাউ ১৫/১৫ টাকা থেকে সর্বোচ্চ ২০ টাকায় বিক্রি হয়। এছাড়া সোয়াবিন তেল, মুসুর ডাল ,চা পাতার দাম দিন দিন বেড়েই চলেছে। ফলে অল্প আয়ের মানুষের মাঝে  বাজার ব্যবস্থাপনা নিয়ে চিন্তার ছাপ দেখা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ