আব্দুল মালেকঃ
নীলফামারীর জলঢাকায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন ও হলরুম নির্মান কাজের প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৬ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন জাতীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল এমপি।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এ ভবন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ অধ্যাপক গোলাম মোস্তফা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।
প্রকৌশলী অফিসের হিসাবরক্ষক আবু নোমান এর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, আ'লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু,
জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ,সরকারি কর্মকর্তা বৃন্দ ও জনসাধারণ প্রমূখ। ঠিকাদারি প্রতিষ্ঠান ইউসিএল-আরএসই (জেভি) ঝিনাইদহ আগামী ১৫ মাসের মধ্যে কাজ সম্পন্ন করবে।
0 মন্তব্যসমূহ