মো. কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ
‘সোনালী আঁশের সোনার দেশ জাতির পিতার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে পাটবীজ উৎপাদনকারী চাষী বিষয়ক কর্মশালা শনিবার (৭নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় এবং ব্যবস্থাপনা পাট অধিদপ্তর পঞ্চগড়ের সহযোগিতায় উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সরকার মো. রায়হান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেডপ্রধান অতিথি ছিলেন মো. খুরশীদ ইকবাল রেজভী অতিরিক্ত সচিব, বস্ত্র ও পাট মন্ত্রনালয় উপস্থিত মো. আরিফ হোসেন ইউএনও আমিরুল ইসলাম উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব মিল্লাত সদর উপজেলা পাট কর্মকর্তা মো. আলমগীর হোসেন পাট উন্নয়ন কর্মকর্তা, পাট অধিদপ্তর পঞ্চগড়।
মুখ্য পাট কর্মকর্তা অংশগ্রহণকারী জেলার ১০০ পাট চাষী শেষে তাদের প্রত্যেককে ১৩ কেজি করে বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়। পরে জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে পাট পন্যের ব্যবহার বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
0 মন্তব্যসমূহ