প্রেস বিজ্ঞপ্তিঃ পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আ্যাকশন এগেইনস্ট হাঙ্গার - এসিএফের সহযোগিতায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে কমিউনিটি ভিত্তিক তীব্র অপুষ্টি ব্যাবস্থাপনা কার্যক্রমের " প্রোগ্রাম লার্নিং শেয়ারিং এন্ড ডিসকাশন ওয়ার্কসপ " অনুষ্ঠিত হয়।
পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আ্যাকশন এগেইনস্ট হাঙ্গার - এসিএফের সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক তীব্র অপুষ্টি ব্যাবস্থাপনা কার্যক্রমের " প্রোগ্রাম লার্নিং শেয়ারিং এন্ড ডিসকাশন ওয়ার্কসপ " আজ
১৭ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ সাবেরের সভাপত্বিতে এবং এসিএফ কর্মকর্তা বাপ্পা মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত ওয়ার্কসপে প্রোগ্রামের অগ্রগতি ও অর্জন সমুহ তুলে ধরেন এসআরপিভির টেকনিক্যাল কোর্ডিনেটর অনুপ চন্দ্র।
প্রোগ্রামের চ্যালেঞ্জ ও আগামীতে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ সমুহ তুলে ধরেন, এসআরপিবির প্রজেক্ট কোর্ডিনেটর মোহাম্মদ এমরান। দিকনির্দেশনা মুলক আলোচনা করেন, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মাদ মুজিবর রাহমান।
এসময় এসিএফ ও এসএআরপিভি দ্বারা পরিচালিত কমিউনিটি ভিত্তিক তীব্র অপুষ্টির এ প্রশংসনীয় কার্যক্রমের মাধ্যমে পেকুয়া উপজেলার সর্বস্তরের মানুষের পুষ্টি পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ মোহাম্মাদ সাবের।
এছাড়াও ওয়ার্কশপ প্রোগ্রামের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা ও সাধারণ জগনকে সমপৃক্ত করণে পদক্ষের দিক তুলে ধরেন উপজেলা শিক্ষা আফিসার জনাব মোহাম্মাদ সালামত উল্লাহ্, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব তপন কুমার রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোহাম্মাদ আনোয়ারুল আমিন।
ওয়ার্কসপে আরো উপস্থিত ছিলেন এসিএফের পার্টনারশীপ এন্ড ইন্সটিটিউশনাল রিলেশন সিনিয়র অফিসার হিল্লোল দাশ, পেকুয়া উপজেলা স্বাস্থ্য চিকিৎসক বৃন্দ, এসিএফ, ইউনিসেফ,সেইভ দ্যা চিল্ড্রেন ও এসআরপিভির উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।
0 মন্তব্যসমূহ