১৮ নভেম্বর বুধবার সকাল ১১টায় মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজুল হকের সভাপত্বিতে প্রোগ্রাম বাস্তবায়নকারী সংস্থা এসআরপিভির নিউট্রিশন সুপারভাইজার আনোয়ার আলমের সঞ্চালনায় ওর্য়াকসপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল করিম, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা সমবায় কর্মকর্তাঃ মোঃ গোলাম মাসুদ কুতুবী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাঃ মোঃ শাকিল, এসিএফের পার্টনারশীপ এন্ড ইন্সটিটিউশনাল রিলেশন সিনিয়র অফিসার হিল্লোল দাশ। এছড়াও উক্ত ওর্য়াকসপে উপস্থিত ছিলেন এ্যাকশন এগেইনস্ট হাঙ্গার - এসিএফ, এসআরপিভি , সেইভ দ্যা চিল্ড্রেন, হোপ ফাউন্ডেশন, কেয়ার বাংলাদেশ, হেক্স সহ বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার উপজেলা ও জেলার প্রতিনিধিগন।
এসময় এসিএফের সহায়তায় এসএআরপিভি বাস্তবায়নে পরিচালিত কমিউনিটি ভিত্তিক তীব্র অপুষ্টির এ প্রশংসনীয় কার্যক্রমের মাধ্যমে মহেশখালী উপজেলার সর্বস্তরের মানুষের পুষ্টি পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মাহফুজুল হক।
প্রোগ্রামের অগ্রগতি ও অর্জন সমুহ তুলে ধরেন এসএফের সিনিয়র অফিসার আব্দুল্লাহ আল ফারুক এবং প্রোগ্রামের চ্যালেঞ্জ ও আগামীতে চ্যালেঞ্জ প্রয়োজনীয় পদক্ষেপ সমুহ তুলে ধরেন, এসআরপিবির প্রজেক্ট কোর্ডিনেটর মোহাম্মদ এমরান।
0 মন্তব্যসমূহ