জাহাঙ্গীর রেজা, স্টাফ রিপোর্টারঃ
“কোভিড-১৯ এবং, স্বাস্থ্য সুরক্ষা” এবারের এই প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২০ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০-নভেম্বর)সকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন আয়োজনে ডিমলা বিএমআই কলেজ চত্ত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পরে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী- (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায় নিরু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়শা সিদ্দীকা, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, ডিমলা বিএমআই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের প্রমুখ।
৪২-তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে কলেজ চত্ত্বরে দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় স্টল দিয়ে অংশগ্রহন করেন ডিমলা সরকারী মহিলা কলেজ, ডিমলা বিএমআই কলেজ, ডিমলা রানী বৃন্দা রানী সরকারী উচ্চ বিদ্যালয়, ডিমলা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও জেলা পরিষদ স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীরা।
0 মন্তব্যসমূহ