সৈয়দপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


মিজানুর রহমান মিলন সৈয়দপুরঃ

দেশের বিভিন্ন স্থানে সনাতনী সম্প্রদায়ের উপর নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ, ছাত্রদের ছাত্রত্ব বাতিল, গ্রেফতারকৃতদের মুক্তি, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকির প্রতিবাদ এবং জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। 

আজ শনিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে ওই কর্মসুচি পালন করা হয়। সৈয়দপুর প্রেসক্লাবের সামনে শহীদ ডা. জিকরুল হক সড়কে বেলা ১১টা থেকে  শুরু হওয়া ঘন্টাব্যাপী গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসুচিতে বক্তব্য বলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার উপদেষ্টা ক্ষিতীশ চন্দ্র রায়, সভাপতি এ্যাডভোকেট সুবোধ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক যোগেন্দ্র নাথ রায়, 

সৈয়দপুর পৌর শাখার সহ সভাপতি মৃণাল কান্তি দাস মিন্টু ও সাধারণ সম্পাদক সাংবাদিক গোপাল চন্দ্র রায় প্রমুখ। গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশে সৈয়দপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের ৫ শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ